আওয়ামী লীগপন্থীদের নিরঙ্কুশ জয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। শিক্ষক প্রতিনিধির ৩৩টির মধ্যে ২৫টি পদে জয়লাভ করেছেন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেলের প্রার্থীরা। বাকি আটটি পদে বিএনপিপন্থী, বামপন্থী এবং প্রশাসনবিরোধী ও আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নিয়ে গঠিত ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। স্বতন্ত্র থেকে আটজন প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ জয়ী হতে পারেননি।
রোববার সকাল ৯টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন রেজিস্ট্রার ও রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
ঘোষিত ফল অনুসারে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেলভুক্ত বিজয়ীরা হলেন—অধ্যাপক অজিত কুমার মজুমদার (পরিসংখ্যান বিভাগ), কবিরুল বাশার (প্রাণিবিদ্যা বিভাগ), অধ্যাপক কৌশিক সাহা (রসায়ন বিভাগ), অধ্যাপক তপন কুমার সাহা (রসায়ন বিভাগ), অধ্যাপক ফরিদ আহমদ (পদার্থবিজ্ঞান বিভাগ), ফরিদ আহমেদ (দর্শন বিভাগ), বশির আহমেদ (সরকার ও রাজনীতি বিভাগ), অধ্যাপক মুহম্মদ হানিফ আলী (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), অধ্যাপক মো. আমজাদ হোসেন (অর্থনীতি বিভাগ), মো. বখতিয়ার রানা (আইবিএ), অধ্যাপক মো. আনোয়ার খসরু পারভেজ (মাইক্রোবায়োলজি বিভাগ), অধ্যাপক মো. খবির উদ্দিন (পরিবেশবিজ্ঞান বিভাগ), অধ্যাপক মো. খালেদ হোসাইন (বাংলা বিভাগ), মো. খালিদ কুদ্দুস (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), মো. মোতাহার হোসেন (আইবিএ), অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ (গণিত বিভাগ), অধ্যাপক লুৎফর রহমান লেবু (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), অধ্যাপক মো. শাহেদুর রশিদ (ভূগোল ও পরিবেশ বিভাগ), অধ্যাপক রাশেদা আখতার (নৃবিজ্ঞান বিভাগ), অধ্যাপক রাশেদা ইয়াসমিন শিল্পী (উদ্ভিদবিজ্ঞান বিভাগ), অধ্যাপক সত্রাজিৎ কুমার সাহা (গণিত বিভাগ), অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান (পরিবেশবিজ্ঞান বিভাগ), অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু (ফার্মেসি বিভাগ), অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান (প্রত্নতত্ত্ব বিভাগ) ও হোসনে আরা বেবী (ইতিহাস বিভাগ)।
অন্যদিকে বিএনপিপন্থী, বামপন্থীদের একাংশ এবং আওয়ামী লীগপন্থী শিক্ষকদের দুটি গ্রুপ নিয়ে গঠিত ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল থেকে যাঁরা জয়লাভ করেছেন তাঁরা হলেন—অধ্যাপক এ এ মামুন (পদার্থবিজ্ঞান বিভাগ), অধ্যাপক এ টি এম আতিকুর রহমান (ইতিহাস বিভাগ), অধ্যাপক নইম সুলতান (সরকার ও রাজনীতি বিভাগ), অধ্যাপক ফিরোজা হোসেন (উদ্ভিদবিজ্ঞান বিভাগ), মালিহা নার্গিস আহমেদ (প্রত্নতত্ত্ব বিভাগ), অধ্যাপক মাহবুব কবির (রসায়ন বিভাগ), অধ্যাপক মো. শরিফ উদ্দিন (গণিত বিভাগ) ও অধ্যাপক সোহেল রানা (ফার্মেসি বিভাগ)।
নির্বাচিতদের মধ্যে সর্বোচ্চ ২৮১ ভোট পেয়েছেন অধ্যাপক এ এ মামুন এবং সর্বনিম্ন ১৯৮ ভোট পেয়েছেন অধ্যাপক মাহবুব কবির।
এর আগে রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ চলে। এতে ৪৯৬ ভোটারের মধ্যে ৪৭৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।