ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তাকে ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এ এস এম মাহফুজুর রহমানকে ধাওয়া দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একাধিক প্রার্থী। তাঁকে রোকেয়া হল থেকে ধাওয়া দিয়ে কলা ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
আজ সোমবার দুপুরে রোকেয়া হলে বিক্ষোভের সময় বাইরে থাকা শিক্ষার্থী ও প্রার্থীরা এই ধাওয়া দেন বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।
জানা যায়, রোকেয়া হলে নয়টি ব্যালট বাক্সের তিনটি সকালে শিক্ষার্থীদের না দেখানোয় বিক্ষোভ করেন হলের ছাত্রীরা। পরে ছাত্রীরা প্রায় দুই ঘণ্টা পর হল সংসদের কক্ষ থেকে ব্যালট বাক্সগুলো উদ্ধার করেন। এ সময় বিক্ষোভ শুরু হলে ওই হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়। দুপুরে সেখানে যান প্রধান রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।
কিন্তু রোকেয়া হলের সামনে থাকা ভোট বর্জনকারী ও তাঁদের সমর্থকরা তাঁকে দেখে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মাহফুজুর রহমানকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। এ সময় তাঁর পদত্যাগ দাবি করেন। তখনই কিছু শিক্ষার্থী তাঁকে ধাওয়া দেন। সেখান থেকে কলা ভবন পর্যন্ত নিয়ে যান। পরে মাহফুজুর রহমানের সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রেজিস্ট্রার ভবনে নিয়ে যান।
বিষয়টি জানতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মাহফুজুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।