বিজয় একাত্তরে পূর্ণ প্যানেলে ছাত্রলীগ জয়ী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/11/photo-1552319409.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ছাত্রলীগ। সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় হল সংসদ নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল জানান।
বিজয় একাত্তর হলের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ মনোনীত সজিবুর রহমান সজিব। তিনি পেয়েছেন এক হাজার ৩৪৭ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান নিশান। তিনি পেয়েছেন এক হাজার ৩২৭ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন আবু ইউনুস। তিনি পেয়েছেন এক হাজার ৫৭৫ ভোট।
হল সংসদের সাহিত্য সম্পাদক পদে জিতেছেন মো. ফাহিম হাসান, সাংস্কৃতিক সম্পাদক রনো আনোয়ার, রিডিংরুম সম্পাদক শিবলী নোমান, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক সুজন শেখ, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক মীর বনি ইয়ামিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে নুরুল ইসলাম রোমান।
এ ছাড়া সদস্য পদে বিজয়ী চারজন হলেন রাব্বি শেখ, শফিক ফকির, রেজাউল রাইয়ান ও মাহফুজ হিমু।