ডাকসু নির্বাচনের ফল নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোট পুনরায় নেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছে নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন ছাত্রসংগঠন ও তাদের জোটগুলো।
প্রায় ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে এ দাবি জানিয়ে আসছে তারা। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা ডাকসুর ভিপি (সহসভাপতি) পদের ফল প্রত্যাখ্যান করে মঙ্গলবার সকাল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
প্রসঙ্গত, প্রায় তিন দশক পর অনুষ্ঠিত এ নির্বাচনে ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩টিতে জয় পায় ছাত্রলীগ। ভিপি পদে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর জয় পান।
ছাত্রলীগের প্যানেল ছাড়া অন্য সব প্যানেল সোমবারই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও নুর ডাকসুর ভিপি পদে যোগ দেবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নির্বাচনের পরের দিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস বন্ধ রয়েছে।
এদিকে, ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং টিএসসি এলাকায় বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠন বিক্ষোভ করছে।