চালু হতে না হতেই বেরোবির হলে অনিয়মের অভিযোগ
চালু হতে না হতেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হলে নানা অনিয়ম ও অরাজকতার অভিযোগ পাওয়া গেছে। ৭ অক্টোবর বহু প্রতীক্ষিত এই ছাত্র হল চালু হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, চালুর পর থেকেই ডাইনিংয়ে চলছে অনিয়ম। নিয়মানুযায়ী প্রভোস্ট বডি থেকে নির্দিষ্ট সাদা কাগজের টোকেনে সিল ও স্বাক্ষরের মাধ্যমে খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়। কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কাউন্টারে প্রায় প্রতিদিনই শুধু সাদা কাগজ জমা দিয়ে খাবার নিচ্ছেন অনেকে। এ ছাড়া রান্নার মান নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
অন্যদিকে, হলের রুমগুলোতেও চলছে অরাজকতা। বিছানা ভাগাভাগির কথা থাকলেও অনেক সিনিয়র শিক্ষার্থীই জুনিয়রদের বিছানা থেকে মেঝেতে নামিয়ে দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, এতে ছাত্রলীগের কিছু কর্মীও জড়িত।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের বেরোবি শাখার সভাপতি মেহেদী হাসান শিশির বলেন, ‘আমাকে এ বিষয়ে এখনো কেউ কিছু জানায়নি। যদি সংগঠনের কেউ এ ধরনের নিয়মবহির্ভূত কাজের সঙ্গে জড়িত থেকে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হলে এ ধরনের অনিয়ম-অরাজকতার অভিযোগের ব্যাপারে বেরোবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট আপেল মাহমুদ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, নিয়ম ভঙ্গ করে সাদা কাগজের মাধ্যমে খাবার নিচ্ছেন কিছু শিক্ষার্থী। হাতেনাতে ধরতে পারলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
আপেল মাহমুদ আরো বলেন, ‘হলের রুমগুলোতে কোনোরকম অরাজকতা সম্পর্কে কোনো শিক্ষার্থী লিখিত অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ছাড়া আমরা শিগগিরই হলের প্রতিটি রুম পরিদর্শনে যাব। কোনো অব্যবস্থাপনা পেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’