ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/28/photo-1446019524.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি এবং ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর এই অনুষদে এক হাজার ৬৬০টি আসনের জন্য ভর্তি-ইচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ৩৫০ জন।
ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া আগামী ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।