চলছে স্ট্যামফোর্ড জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৫
‘একটি স্বপ্ন, ষোলো কোটি আশ্রয়’- এই স্লোগানকে ধারণ করে শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ বিতর্ক আয়োজন ‘৮ম স্টামফোর্ড জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৫’।
গতকাল বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে পাঁচ পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম পর্বে আন্তস্কুল-কলেজ ইংরেজি বিতর্কের মাধ্যমে পর্দা উঠে। দেড় মাসব্যাপী চলবে এই বিতর্কের আসর।
এ ছাড়া এবারের আয়োজনে আরো থাকছে আন্তস্কুল বাংলা, আন্তকলেজ বাংলা, আন্তবিশ্ববিদ্যালয় বাংলা ও আন্তবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক । দেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের চারশোর বেশি দলের অংশগ্রহণ থাকছে, এতে অংশ নেবে প্রায় চার হাজার শিক্ষার্থী।
তা ছাড়া বিচারক থাকছেন দেশসেরা খ্যাতিসম্পন্ন সাবেক বিতার্কিক ও বিতর্কের বিষয়ভিত্তিক গুণীজন।
স্ট্যামফোর্ডে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় স্টামফোর্ড ডিবেট ফোরাম এসডিএফের আয়োজনে বিশাল এই যজ্ঞের আহ্বায়ক ও ক্লাব সভাপতি আমিমুল হাসান বলেন, অনেক বড় আয়োজন, অনেক বেশি কাজ, তারচেয়েও বেশি উল্লাস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় ক্লাবের সব সদস্যের স্বার্থহীন পরিশ্রম আমাদের এই আয়োজনকে সফল করে তুলছে।
আগামী ৮ ডিসেম্বর জমকালো অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পর্দা নামবে দেশের সর্ব বৃহৎ এই বিতর্ক আয়োজনের । আয়োজনের শুরু থেকে প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে থাকছে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা ইত্তেফাক, ইংরেজি পত্রিকা ডেইলি সান, ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনার সময় টিভি, রেডিও পার্টনার এবিসি রেডিও ও অনলাইন মিডিয়া পার্টনার এনটিভি অনলাইন (www.ntvbd.com)।