জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শনিবার থেকে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/05/photo-1446731216.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে শুরু হচ্ছে।
এবারের পরীক্ষায় সারা দেশের ৪৭৩টি কলেজের ১৮৪টি কেন্দ্রে সর্বমোট দুই লাখ ৩৬ হাজার ৩২৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।