ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/06/photo-1446792344.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গ্রুপ বা বিভাগ পরিবর্তনের জন্য ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটের এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে ভর্তি লড়াইয়ে অংশ নিয়েছে ৯০ হাজার ১২৯ শিক্ষার্থী। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
urgentPhoto
প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২ শিক্ষার্থী। সকালে কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরে ড. আরেফিন সিদ্দিক সাংবাদিকদের জানান, প্রতিবারই কিছু সিন্ডিকেট প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রির চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
উপাচার্য বলেন, ‘কিছু সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা ছাত্রছাত্রী, বিশেষ করে যারা পরীক্ষার্থী, তাদের মধ্যে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করার চেষ্টা নেয়। গতকালও অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনকে পুলিশের হাতে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে। এর নিচে কোনো শাস্তি নেই।’