ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/06/photo-1446807085.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন জালিয়াতির অভিযোগে দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাঁরা হলেন শেরেবাংলা নগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল কেন্দ্র থেকে আটক আবদুস সালাম এবং মতিঝিল সরকারি গার্লস হাই স্কুল থেকে আটক জোবায়েদুল ইসলাম। তাঁদের প্রক্টর কার্যালয়ে রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম আমজাদ আলী।
এদিকে, গত রাতে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে লিটন, পাভেল নামের জালিয়াত চক্রের দুই সদস্যকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে আটক করেছে প্রশাসন। তাঁরা বর্তমানে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আছেন।
প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, আটকরা মোবাইলে উত্তর লিখছিলেন। এ সময় তাঁদের হাতেনাতে আটক করেন দায়িত্বরত শিক্ষক।
‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে মোট ৯০ হাজার ১৩০ ভর্তি-ইচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।