জাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ১৯-২১ ডিসেম্বর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/07/photo-1446890389.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য জানান।
মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর। তবে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা থাকায় তা চলবে ১৯-২৩ ডিসেম্বর পর্যন্ত।
বিভিন্ন কোটা থেকে ভর্তির ব্যাপারে মোহাম্মদ আলী জানান, চলতি শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, দলিত সম্প্রদায় ও প্রতিবন্ধী কোটায় শিক্ষার্থী ভর্তি করা হবে। বিভিন্ন কোটাধারীরা আগামী ১৯-২৩ ডিসেম্বরের মধ্যে অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় ২০০ টাকা ফি জমা দিয়ে ফরম সংগ্রহ ও তা জমা দিতে হবে। কোটাধারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দিতে হবে। এ ছাড়া পোষ্য কোটায় ভর্তির জন্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের মধ্য থেকে ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হবে ২৭ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মেধাতালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ১৬ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।