রাবিতে দুই বাংলার চলচ্চিত্র উৎসব ১৮ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাতদিনব্যাপী ‘দুই বাংলার চলচ্চিত্র উৎসব-২০১৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবটি আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। আজ শনিবার দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
‘ফ্রেমে, প্রেমে দুই বাংলা’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ক্যাম্পাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও রাবি চলচ্চিত্র সংসদ আন্দোলনের সভাপতি ড. সাজ্জাদ বকুল লিখিত বক্তব্যে জানান, উৎসবের সাতদিনে দুই বাংলার খ্যাতিমান চলচ্চিত্রকারদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য মিলিয়ে ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এ ছাড়া ১৯, ২০ ও ২৩ নভেম্বর চলচ্চিত্র বিষয়ে লিখিত ১০টি প্রবন্ধ নিয়ে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও অর্থনীতি বিভাগের গ্যালারিতে চলচ্চিত্র প্রদর্শনী এবং ডিনস কমপ্লেক্সের কনফারেন্স হলে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীসহ সকল অনুষ্ঠান সকল দর্শক-শ্রোতার জন্য উন্মুক্ত থাকবে।
ড. সাজ্জাদ বকুল আরো বলেন, ‘১৮ নভেম্বর সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ উৎসবের উদ্বোধন করবেন ভারতীয় নন্দিত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত ও বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং ‘সূর্যদীঘল বাড়ী’ ছবির অন্যতম পরিচালক মসিহউদ্দিন শাকের। উৎসবে উপস্থিত থাকবে ভারত-বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্রকর্মীরা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ড. প্রদীপ কুমার পাণ্ডে, বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, প্রভাষক মামুন আ. কাইয়ুম, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুদ।
ঢাকার ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, রাজশাহীর ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও রাজশাহী ফিল্ম সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ উৎসবে আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারতীয় হাইকমিশন।