হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/08/photo-1447000363.jpg)
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সময় বাড়ানো হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম কেবল অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
এবার সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস নামে নতুন একটি অনুষদসহ মোট আটটি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট এক হাজার ৯৫০ জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে। এর বাইরে মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫ ভাগ আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে।
ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.hstu.ac.bd থেকে।