রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/09/photo-1447057350.jpg)
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটের বিজোড় রোলধারীদের পরীক্ষার মধ্য দিয়ে নয়টি ইউনিটের অধীনে এ পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। নয়টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য দ্বিতীয়বারের মতো এবারও পরীক্ষার সময় কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জালিয়াতি ঠেকাতে পরীক্ষার কক্ষে মোবাইলসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন : ঘড়ি, ক্যালকুলেটর, হেডফোন) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার কক্ষে শিক্ষার্থীরা কাপড় বা অন্য কোনোভাবে কান ঢেকে রাখতে পারবে না বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন।
এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ছয় স্তরবিশিষ্ট নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ-র্যাবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
এ বছর ভর্তি পরীক্ষায় নয়টি অনুষদের ৫৭টি বিভাগের অধীনে বিশেষ কোটাসহ মোট চার হাজার ৭২২টি আসনের বিপরীতে এক লাখ ৬০ হাজার ৬৮২টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে ৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন।