জাবিতে প্রতি আসনের বিপরীতে ১৯১ জন প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা আরম্ভ হবে। বিগত সময়ের রেকর্ড ভেঙে এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৯১ জন।
ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান জানান, ২২ সেপ্টেম্বর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।
২৩ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটের অবশিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ‘এইচ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৪ সেপ্টেম্বর জীববিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিট, ২৫ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৬ সেপ্টেম্বর আইন অনুষদ ‘এফ’ ইউনিট এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ‘আই’ ইউনিট, ২৯ সেপ্টেম্বর কলা ও মানবিকী অনুষদ ‘সি’ ইউনিট এবং ৩০ সেপ্টেম্বর ‘সি’ ইউনিটের অবশিষ্ট এবং নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ‘সি১’ ইউনিট ও বিজনেস স্টাডিজ অনুষদ ‘ই’ ইউনিট এবং সর্বশেষ ১ অক্টোবর সমাজ বিজ্ঞান অনুষদের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা হবে। সকাল ৯টায় প্রথম শিফটের মাধ্যমে পরীক্ষা শুরু হবে এবং বিকাল ৫টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটের মাধ্যমে শেষ হবে। মোট আসন সংখ্যা এক হাজার ৮৮৯। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন শেষে নির্ধারিত ফি পরিশোধ করেছেন তিন লাখ ৫৯ হাজার ৯৬২ জন। ২২ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১ অক্টোবর পর্যন্ত।
ভর্তি আবেদন শেষে আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফলাফল আবেদনকারীর ফোন নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।