ভিসির কার্যালয় অবরোধ করেছেন জাবি শিক্ষক-শিক্ষার্থীরা
দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে উপাচার্যের নতুন ও পুরাতন কার্যালয় অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে তাঁরা উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখেছেন। এটি বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। এদিকে অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা ও কর্মচারীরা। তবে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কার্যালয়ে আসেননি।
এদিকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা অবরোধের পাশাপাশি ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন। ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
ধর্মঘটের ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের আনা-নেওয়ার কোনো বাস এদিন সকাল থেকে ক্যাম্পাসের বাইরে যেতে পারেনি।
উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তাঁর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এসব করে যাচ্ছেন। তাদের কথায় তিনি পদত্যাগ করবেন না।