রাবিতে সংস্কৃতি ও সংস্কৃতিবিদ্যাবিষয়ক সেমিনার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) ‘বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতিবিদ্যা’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় আইবিএসের সেমিনার কক্ষে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘জ্ঞানের অনেকগুলো শাখায় সংস্কৃতিকে বর্ণনা ও ব্যাখ্যা করা হয়ে থাকে। সমকালীন রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ইত্যাদির আন্তসম্পর্ক সংস্কৃতির মধ্যে নতুন নতুন সমীকরণের জন্ম দেয়। সংস্কৃতি সম্পর্কিত তথ্যাবলির আলোকে বাংলাদেশের সমকালীন সংস্কৃতিকেও নতুনভাবে বর্ণনা ও ব্যাখ্যা করা সম্ভব। সংস্কৃতি অধ্যয়নে কী কী বিষয় চর্চিত হয়, বাংলাদেশের সংস্কৃতিকে বর্ণনা ও ব্যাখ্যা করার জন্য এই অধ্যয়নের প্রাসঙ্গিকতা কতটা, তা নিয়ে আলোচনা একান্ত প্রয়োজন।’
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সভাপতিত্বে সেমিনারে ‘বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতিবিদ্যা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন আইবিএস পিএইচডি ফেলো মো. রফিউল আজম নিশার।
সেমিনারের দ্বিতীয় অধিবেশনে প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ‘সংস্কৃতি ও গণমাধ্যম’ এবং বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন ‘সংস্কৃতি ও নারী’ শীর্ষক পরিপূরক প্রবন্ধ পাঠ করেন। এতে সভাপতিত্ব করেন গবেষক ড. গোলাম মুরশিদ।
সেমিনারের তৃতীয় অধিবেশনে মো. আলমগীর ‘বাংলাদেশের সংস্কৃতিতে ইলেকট্রনিক মিডিয়ার প্রভাব : প্রসঙ্গ সোপ অপেরা’, শামীম আহম্মেদ ‘বরেন্দ্র অঞ্চলের লোকসংস্কৃতি : প্রকৃতি ও পরিবর্তন’, মো. কিশোয়ার হোসেন ‘গ্রামীণ আপ্যায়ন ও চিত্তবিনোদন : প্রকৃতি ও পরিবর্তন’, মো. নাজমুল আহসান মুরাদ ‘Changing Pattern of Urban Culture with Focus on Food Habits and Dressing Pattern : A Study of Rajshahi City’, মো. মাসুদ আলম ‘Internet and Youth Culture : A Case Study on the Students of Rajshahi University’ ও ড. মো. হাবিবুল্লাহ ‘Changing Pattern of Voting Behaior in Present Rural Bangladesh’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শহীদুল্লাহ্।