‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’
আসছে ডিসেম্বর মাসের একদিন শুধু হোক প্রজাপতির দিন। নানা রঙের আর বাহারের প্রজাপতি দেখতে সেদিন পরিবার পরিজন নিয়ে ছুটে যেতে পারেন রাজধানীর কাছেই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। আগামী ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘প্রজাপতি মেলা-২০১৫’।
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এবারের মেলার।
২০১০ সালে বাংলাদেশে প্রথমবারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী এই মেলা আয়োজন শুরু করেন প্রজাপতি গবেষক অধ্যাপক মনোয়ার হোসেন।
মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন জানান, সেই ধারাবাহিকতায় এবারও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এই মেলার আয়োজন করছে। মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে ‘আই ইউ সি এন’ এবং ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’।
১১ ডিসেম্বর, শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম।
দিনব্যাপী মেলায় নানা আয়োজনের মধ্যে রয়েছে- শিশু-কিশোরদের জন্য প্রজাপতির ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), প্রজাপতির আদলে তৈরি ঘুড়ি ওড়ানো, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টরি প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এ ছাড়া একই দিন বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পাশে নির্মিত ‘প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র’ উদ্বোধন করা হবে। প্রজাপতি সংরক্ষণ, প্রজনন ও গবেষণার লক্ষ্যে ২০১৪ সালে এর নির্মাণকাজ শুরু হয়।