পদত্যাগের দাবিতে জাবি উপাচার্যের কার্যালয় অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
তাঁদের এ অবরোধ চলবে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। অবরোধের কারণে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য ফারজানা ইসলাম।
আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, আজকের মধ্যে দুর্নীতির দায় নিয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম পদত্যাগ না করলে আগামী শনিবার থেকে ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনসহ অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চলবে।
এদিকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম জানিয়ে আসছেন, তিনি কোনো দুর্নীতি করেননি, তাই পদত্যাগও করবেন না।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের মধ্যস্থতায় ছাত্রলীগ নেতাদের বড় অঙ্কের অর্থ দেওয়ার অভিযোগে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এখন তাঁরা উপাচার্যের পদত্যাগ দাবি করছেন।