অর্জনের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় : ড. আতিউর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের এ পর্যন্ত যা কিছু অর্জন হয়েছে, তার প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বেশি উপকৃত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত ‘মাস্টার অব ইকোনমিক প্রোগ্রাম ফর প্রফেশনালস’-এর প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে আতিউর রহমান এসব কথা বলেন।
পেশাদারদের সুবিধার্থে অর্থনীতি বিভাগের এ কার্যক্রমের জন্য ঢাবিকে ধন্যবাদ জানান গভর্নর। তিনি বলেন, ছাত্রছাত্রীরা এ প্রোগ্রামের মাধ্যমে যে প্রশিক্ষণ নিয়েছে, তা বৈশ্বিক মানের।
ড. আতিউর বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন অনেক বেশি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক। সারা বিশ্ব বাংলাদেশের অর্থনীতির এ অর্জনের প্রশংসা করেছে। এ সময় বিশ্ব অর্থনীতির উত্থান-পতনের ফলে এ দেশের অর্থনীতিতেও প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক নাজনীন আহমেদ, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন প্রফেশনাল প্রোগ্রামের পরিচালক ড. বারকাত ই খুদা, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. নাজমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।