ঢাবিতে ফার্মেসি অনুষদের সুবর্ণজয়ন্তী উদযাপন
বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফার্মেসি অনুষদের দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে এর উদ্বোধন করা হয়।
ফার্মেসি শিক্ষার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ এ উৎসবের আয়োজন করেছে।
উৎসব উপলক্ষে কার্জন হল এলাকা মনোরম সাজে সাজানো হয়। নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয় কার্জন হল চত্বর। দিনভর স্মৃতিচারণা, আড্ডা, ভাব-বিনিময় ও কোলাহলে মেতে ওঠেন অনুষদের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। দিন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে নতুন ব্যঞ্জনা সৃষ্টি করে।
সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। ধন্যবাদ জ্ঞাপন করেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এই শিল্পের উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ওষুধশিল্পের সম্প্রসারণে শিগগিরই গ্যাস ইনসেনটিভ দেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে ওষুধশিল্পের বাজার বহুমুখী করতেও সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বর্তমানে ১৬০টি দেশে ওষুধ রপ্তানি করা হচ্ছে বলে তিনি জানান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ফার্মেসি শিক্ষার পাশাপাশি এর অন্তর্নিহিত দর্শন নিয়েও ফার্মাসিস্টদের চিন্তা করতে হবে। দক্ষ পেশাজীবী হওয়ার সঙ্গে মানবিক মূল্যবোধসম্পন্ন সত্যিকার মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি ফার্মেসি অনুষদের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল জব্বারকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বিভাগের অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষক ও প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।