জাবি ৪১তম ব্যাচের চতুর্থ বর্ষপূর্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘লেটস ড্রিম এ ড্রিম টুগেদার’ স্লোগানে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ৪১তম ব্যাচের তিন দিনব্যাপী চতুর্থ বর্ষপূর্তি উদযাপন।
চতুর্থ বর্ষপূর্তি উদযাপন কমিটির কোষাধ্যক্ষ ইফফাত জাহান খান নোভা জানান, উৎসবের প্রথম দিন সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে রয়েছে ফানুস উৎসব এবং ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিতে অংশ নিয়ে ‘রঙ খেলায়’ মেতে উঠবেন ৪১তম ব্যাচের সব বন্ধু। একই দিন রাতে রয়েছে নৈশভোজ ও ডিজে পার্টি।
অনুষ্ঠানের শেষ দিন বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ‘মেগা কনসার্ট’। শেষ দিনের কনসার্টে গান গাইবে জনপ্রিয় দুটি ব্যান্ডদল ‘মিনার্ভা’ ও ‘আরবোভাইরাস’। সমগ্র আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ড্যান কেক’। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ইনফোটেইনমেন্ট পোর্টাল এনটিভি অনলাইন।