এবার রাবিতেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/19/photo-1450535638.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বাতিল করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক এন্তাজুল হক জানান, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বারের মতো স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। ফলে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২০১৬ সালে পাস করা শিক্ষার্থীরাই শুধু অংশ নিতে পারবেন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে যাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরা আর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাতিলের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক আমজাদ হোসেন বলেন, এর আগে ডিনস কমিটিতে এ বিষয়ে আলোচনা হয়েছিল। অনেকে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়ে অন্যের হয়ে পরীক্ষা দেয়। এ ছাড়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ-সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে করা রিট খারিজ হওয়ার বিষয়টিও বিবেচনা করা হয়েছে। সার্বিক বিষয় চিন্তা করে আজ (শনিবার) একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ বাতিল করা হয়। এ নিয়ে আন্দোলন করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিটও করা হয়। তবে তা খারিজ হয়ে যায়।