প্রধানমন্ত্রীর কাছে পিএসসি-জেএসসির ফল হস্তান্তর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/31/photo-1451548052.jpg)
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেটসহ (জেএসসি) চারটি পাবলিক পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ফল হস্তান্তরের পর প্রধানমন্ত্রী নতুন বছরে স্কুলশিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা জিনিস আপনারা চিন্তা করেন যে আজকে বাবা-মাকে বছরের শেষে যখন ছেলেমেয়েদের স্কুলে ভর্তি, তার পর বই কেনা, নানা ধরনের খরচ করতে হয়, এটাও তাঁদের ওপরে একটা বোঝা। সে বোঝার দায়িত্বটা, ভারটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আওয়ামী লীগ সরকার নিয়েছে।’
‘আওয়ামী লীগ সরকার এসেই চিন্তা করেছে যে কীভাবে আমরা শিক্ষাটাকে আরো মানে, বেশি মানুষের কাছে নিতে পারি’, যোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার পর আপনারা একটা জিনিস চিন্তা করেন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, রিজার্ভ মানি নাই। এক ফোঁটা খাদ্যশস্য নাই। রাস্তাঘাট, পুল-ব্রিজ সম্পূর্ণ বিধ্বস্ত। কোটি কোটি শরণার্থী এবং তখন সাড়ে সাত কোটি আমাদের জনসংখ্যার মধ্যে প্রায় তিন কোটির ওপর মানুষ; কিন্তু তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী।’
এর আগে মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ হওয়ার কথা জানিয়েছিলেন।
শিক্ষামন্ত্রী বলেছিলেন, গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হবে। এর পর দুই মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেবে। সেই ঘোষণায় ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
পিএসসির ফল দেখা যাবে ntvbd.com/psc-result-2015 লিঙ্কে।
জেএসসির ফল দেখা যাবে ntvbd.com/jsc-result-2015 লিঙ্কে।
গত ১ নভেম্বর শুরু হয় জেএসসি-জেডিসি পরীক্ষা। শেষ হয়েছে ১৮ নভেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ ও জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ৫৮ হাজার ৪৮৬ জন ছিল। অন্যদিকে ২২ নভেম্বর শুরু হয় পিএসসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। শেষ হয় ৩০ নভেম্বর। দুটি পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
এর বাইরে পিএসসির ফলের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা http://dperesult.teletalk.com.bd/dpe.php এবং জেএসসি ও সমমানের পরীক্ষার জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd/regular/index.php) ফলাফল দেখা যাবে।
এর বাইরেও পিএসসির ফলাফল দেখা যাবে http://resultinbd.net/psc-exam-result-bangladesh লিঙ্কে। আর জেএসসির ফল দেখতে পারবেন http://resultinbd.net/jsc-jdc-exam-result-2015-bangladesh এই ওয়েবসাইটে।