পিএসসিতে পাস ৯৮.৫২ শতাংশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/31/photo-1451543899.jpg)
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফল ঘোষণা করেন ।
এর আগে সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, এ বছর ২৮ লাখ ৩৯ হাজার ২৩৮ শিক্ষার্থী পিএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। পাস করে ২৭ লাখ ৯৭ হাজার ২৭৪ জন। তিনি জানান, পরীক্ষা দুটিতে পাসের হার ৯৮.৫২ ভাগ। জিপিএ ৫ পেয়েছে দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন। পাসের দিক থেকে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা।
পিএসসির ফল দেখা যাবে ntvbd.com/psc-result-2015 লিঙ্কে।
জেএসসির ফল দেখা যাবে ntvbd.com/jsc-result-2015 লিঙ্কে।
এর বাইরে পিএসসির ফলের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা http://dperesult.teletalk.com.bd/dpe.php এবং জেএসসি ও সমমানের পরীক্ষার জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd/regular/index.php) ফলাফল দেখা যাবে।
এর বাইরেও পিএসসির ফলাফল দেখা যাবে http://resultinbd.net/psc-exam-result-bangladesh লিঙ্কে। আর জেএসসির ফল দেখতে পারবেন http://resultinbd.net/jsc-jdc-exam-result-2015-bangladesh এই ওয়েবসাইটে।
গত ২২ নভেম্বর শুরু হয় পিএসসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। শেষ হয় ৩০ নভেম্বর। দুটি পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে।