জেএসসির ফল প্রকাশ, পাস ৯২.৩৩ শতাংশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/31/photo-1451547422.jpg)
২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের জুনিয়র দাখিল পরীক্ষার (জেডিসি) ফল প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফল ঘোষণা করেন। পরে ফলাফলের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান তিনি।
এ বছর জেএসসিতে পাস করেছে ৯২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী।
জেএসসির ফল দেখা যাবে ntvbd.com/jsc-result-2015 লিংকে।
পিএসসির ফল দেখা যাবে ntvbd.com/psc-result-2015 লিংকে।
এর বাইরে পিএসসির ফলের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা http://dperesult.teletalk.com.bd/dpe.php এবং জেএসসি ও সমমানের পরীক্ষার জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd/regular/index.php) ফলাফল দেখা যাবে।
এর বাইরেও পিএসসির ফলাফল দেখা যাবে http://resultinbd.net/psc-exam-result-bangladesh লিঙ্কে। আর জেএসসির ফল দেখতে পারবেন http://resultinbd.net/jsc-jdc-exam-result-2015-bangladesh এই ওয়েবসাইটে।
ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর পাসের হার, শিক্ষার্থীর সংখ্যা ও জিপিএ ৫ বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৪১। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৯২ শতাংশ। তিনি বলেন, এ বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন। গতবার ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৭১ জন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, এ বছর পাস করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৯৬ হাজার ২৬৩ জন। গতবারের তুলনায় জিপিএ ৫ বেশি পেয়েছে ৪০ হাজার ২৮ জন।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা আট হাজার ৫৮৩টি। গতবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল আট হাজার ৮৮৯টি। তিনি আরো বলেন, এ বছর কোনো শিক্ষার্থী পাস করেনি, এমন প্রতিষ্ঠান ৪৩টি।
নুরুল ইসলাম নাহিদ জানান, গত বছরের তুলনায় এবার ফলের মান বৃদ্ধির সূচকে ইতিবাচক লক্ষণ দেখা গেছে। এর জন্য সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া, টেলিভিশনে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের পাঠদান প্রচার, সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া, কর্মমুখী শিক্ষার বিস্তার বড় ভূমিকা রেখেছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) ও সমমানের ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে ধরেন।
সংক্ষেপে জেএসসি ও জেডিসি পরীক্ষা : এ বছর ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন শিক্ষার্থী জেএসসি ও জুনিয়র মাদ্রাসা দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নেয়।
গত ১ নভেম্বর সারা দেশে একযোগে শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। বাংলাদেশ ছাড়াও বিদেশের আটটি কেন্দ্রে, অর্থাৎ সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, লিবিয়ার ত্রিপোলি, কাতারের দোহা, ওমানের সাহাম, আবুধাবি, দুবাই ও বাহরাইনে ৫৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষার্থীরা এবার বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটিতে অংশ নিয়ে একত্রে ৩৩ নম্বর পেলেই পাস বলে গণ্য করা হয়েছে।