স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/03/photo-1451838592.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রোববার দেশের বিভিন্ন জেলায় ওই পরীক্ষা পেছানোর জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আগামী ২০ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
দেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : সেশন জট কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ক্রাশ প্রোগ্রামের’ প্রতিবাদে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে অনার্স বিভাগের ‘দাবি বাস্তবায়ন কমিটি’ হরগঙ্গা কলেজ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাব সংলগ্ন জুবিলি রোডে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে।
কমিটির আহ্বায়ক সোহেল ভূঁইয়া বলেন, ‘আমরাও চাই জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত হোক। কিন্তু এ সেশন মুক্ত করার নামে এক বছরের পরীক্ষা ছয় মাসে নেওয়া হচ্ছে যা সাধারণ শিক্ষার্থীদের জন্য অমানবিক। তাই আমরা চাই অনতিবিলম্বে তৃতীয় বর্ষের পরীক্ষা দুই মাস পেছানো হোক।’
এ সময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব আল আমিন খান সাগর, আশ্রাফুল ইসলাম, সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, ফরহাদ হোসেন, জয় গোস্বামী, মানিক হোসেন প্রমুখ।
শফিক জামান, জামালপুর : তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুরে জামালপুর শহরের মধুপুর রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে, কথিত সেশন জট কমানোর নামে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বছরের পরিবর্তে ছয় মাসের মধ্যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আগেই পরীক্ষার আয়োজন করায় ক্ষতিগ্রস্ত হবে সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার ও পরীক্ষা পেছানোর দাবি জানায় তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সুপ্তি সরকার, শাকিলা আক্তার, ইসমত আরা বীথি, আরিফুন নাহার, স্বপ্না আক্তার প্রমুখ।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা পেছানোর দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় তারা।
তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা জানায়, গত ২৮ ডিসেম্বর ফরম পূরণ শেষ হলে ২০ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। অন্যান্য বছর ১০ থেকে ১২ মাস পর পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর সাত মাস পর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এতে পরীক্ষার কোর্স শেষ না হওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
অবিলম্বে পরীক্ষা পেছানো না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরা রোববার নরসিংদী প্রেসক্লাব ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
মানববন্ধনের সময় শিক্ষার্থীরা এক লিখিত বক্তব্যে বলে, ‘যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে পাশে থাকবে, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে শিক্ষার্থীদের ওপর। এখন পর্যন্ত কোনো কলেজে পাঠ্যসূচি শেষ করতে পারেনি, চূড়ান্ত পরীক্ষার আগে কোনো কলেজ ভালোভাবে কোনো পরীক্ষা নিতে পারেনি। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২০ জানুয়ারি শুরু হবে। ফলে নরসিংদী সরকারি কলেজসহ কোনো কলেজে একদিনে দুটি করে পরীক্ষা নিয়ে ইনকোর্স ও টেস্ট পরীক্ষার শেষ করা হয়। শিক্ষার্থীদের ফরম পূরণের সর্বশেষ তারিখ ছিল ৩০ ডিসেম্বর।
শিক্ষার্থীরা বলে, আগের বছরগুলোতে দেখা গেছে, ফরম পূরণের কমপক্ষে এক মাস পর পরীক্ষার রুটিন ও এর এক মাস পর পরীক্ষা শুরু হয়। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় হঠাৎ করে জানুয়ারির ২০ তারিখ পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘যেখানে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আমাদের সিলেবাসের বিষয় ছিল ছয়টি যার জন্য সময় দেওয়া হয়েছিল প্রায় ১৮ মাস, অর্থাৎ দেড় বছর। তখন কোথায় ছিলেন নীতি নির্ধারকরা। এখন তৃতীয় বর্ষে আছি, দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ হয়েছিল ২০১৫ সালের ১ সেপ্টেম্বর। এরপর থেকে হিসাব করলে দেখা যায়, তৃতীয় বর্ষের আটটি বিষয়ের জন্য সময় দেওয়া হয়েছে, আট মাস ২০ দিন, যা সম্পূর্ণ অযৌক্তিক।’
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তুলে বলে, ‘চার মাস ২০ দিনে কি একটি ছাত্রের পক্ষে আটটি বিষয় সম্পর্কে ভালো ধারণা নেওয়া সম্ভব? আপনারা চান সেশন জট শেষ হোক, তাই বলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যেখানে তিন লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। আমরা নরসিংদী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থী এর তীব্র প্রতিবাদ জানাই।’
কর্মসূচিতে পরীক্ষার সময় কমপক্ষে এক মাস পিছিয়ে পুনরায় সময়সূচি দেওয়ার আবেদন জানায় শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নরসিংদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র সামির, মামুন, নূর মোহাম্মদ গাজী, ফাহাদ, ফারজানা ববি চিত্রা, গণিত বিভাগের সাকিল, ফারিয়া আক্তার, শারমিন আক্তার, রাকিব প্রমুখ।