৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/04/photo-1451915614.jpg)
আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস আজ সোমবার প্রকাশিত হয়েছে। আজ সকালে নিজস্ব ওয়েবসাইটে এই আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন (ক্যাডার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আসনবিন্যাস প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ মার্চ (শুক্রবার) সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। ৯টায় পরীক্ষার্থীদের উত্তরপত্র দেওয়া হবে। ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং ১১টা ৩০ মিনিটে পরীক্ষা শেষ হবে।
এবারের বিসিএস পরীক্ষায় মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। কোনো প্রার্থীর কাছে ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ পাওয়া গেলে বিসিএস পরীক্ষা বিধিমালা ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের সব নিয়োগ পরীক্ষায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হবে।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস -