ক্ষতি পোষাতে ইবিতে শুক্রবারেও ক্লাস-পরীক্ষা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/26/photo-1453778718.jpg)
শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুক্রবারও ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলি উল্ল্যাহর পরিচালনায় গতকাল সোমবার সমিতির কার্যালয়ে ২৫টি বিভাগের সভাপতিদের উপস্থিতিতে আগামী শুক্রবার ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘বিভাগীয় সভাপতিদের সর্বসম্মতিতে অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরপরও যদি কোনো বিভাগ দুপুর ২টার পর ক্লাস ও পরীক্ষা নিতে চায় তাদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবহনের ব্যবস্থা করা হবে।’
বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান বার্তা সংস্থা বাসসকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে পরিবহনের ব্যবস্থা করা হবে।
এদিকে শিক্ষকদের এ ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল হাকিম সরকার।
শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গত ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।