ঢাবির এমবিএ প্রোগ্রাম, ফরম বিতরণের সময় বাড়ল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/22/photo-1456139399.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফরম বিতরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার ফরম বিতরণের সময়সীমা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, যা ২৯ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় ভর্তি পরীক্ষার ফরম পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ শুক্রবার।