জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
মুক্তিযোদ্ধা সন্তান কোটায় নির্বাচিতদের সাক্ষাৎকার ৭ মার্চ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/03/photo-1457007876.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ভর্তির জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের মধ্য থেকে নির্বাচিতদের সাক্ষাৎকার আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল ১০টায় রেজিস্ট্রার অফিসে সাক্ষাৎকার হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সনদপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। এতে আরো বলা হয়, ১২ মার্চ থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।