ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময় পরিবর্তন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/30/photo-1459340479.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) আগামী ১০ এপ্রিলের পরীক্ষার সময়সূচির পরিবর্তন হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য রাষ্ট্রবিজ্ঞান/উদ্ভিদ বিজ্ঞান/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং চতুর্থ পত্রের পরীক্ষাগুলো ওই দিন দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু অনিবার্য কারণবশত দুপুর ২টার পরিবর্তে ওই দিন (১০ এপ্রিল) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।