ডিগ্রি পরীক্ষা পিছিয়ে ১৮ এপ্রিল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা পিছিয়ে ১৮ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষাটি আগামী ২৮ মার্চ শুরুর কথা ছিল। কিন্তু ‘অনিবার্য কারণে’ তা পিছিয়ে দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এরই মধ্যে পরিবর্তিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.nu.edu.bd তে পাওয়া যাবে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা ১৮ এপ্রিল শুরু হয়ে আগামী ২০ জুন শেষ হবে।