এসএসসির ফল ১১ মে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/02/photo-1462198169.jpg)
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১১ মে প্রকাশ করা হবে।
শিক্ষাসচিব সোহরাব হোসাইন বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ১১ মে একযোগে সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
সচিব আরো জানান, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসির ফলাফল তুলে দেবেন। পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।
এ বছর তিন হাজার ১৪৩ কেন্দ্রে মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এসএসসি পরীক্ষার তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মোর্চ শেষ হয়। ৯ থেকে ১৪ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।