জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ মের পরীক্ষা স্থগিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/06/photo-1462548922.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের ৯ মে, সোমবারের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ২০১৫ সালের শুধুমাত্র অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ১০ মে, মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।