রোববারের এইচএসসি পরীক্ষা স্থগিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/21/photo-1463842534.jpg)
অনিবার্য কারণে আগামীকাল রোববার (২২ মে) অনুষ্ঠিতব্য ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি/ডিআইবিএস) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষাটি আগামী শুক্রবার (২৭ মে) সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে।
সেই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডেরও আগামীকাল রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মাদ্রাসা বোর্ডের এ পরীক্ষটি আগামী ২৪ মে মঙ্গলবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।