জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভর্তির আবেদন ২৫ সেপ্টেম্বর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/17/photo-1468772981.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ স্নাতক সম্মান (অনার্স) ভর্তির আবেদন আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন অনলাইনের মাধ্যমে শুরু এবং ১৫ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।