জাবি শিক্ষককে লাঞ্ছনায় নিন্দা, শাস্তি দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিব আহাম্মেদকে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। সেই সঙ্গে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে সাংবাদিকদের এ সংগঠন।
গতকাল রোববার জাবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।urgentPhoto
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাকিব আহাম্মেদ ওই পুলিশ কর্মকর্তার কাছে নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচয় দেন। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা রাকিব আহাম্মেদের মা-বাবার সামনেই অহেতুক গালিগালাজ করে এবং একপর্যায়ে গলা চেপে ধরে মারধর করেন। এরপর তাঁকে মধ্যরাত অবধি পুলিশবুথে আটকেরাখে। জাবিসাস এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
সংশ্লিষ্ট শিক্ষক থানায় মামলা করতে চাইলেও এখন পর্যন্ত মামলা আমলে নেয়নি পুলিশ।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত পুলিশ কর্মকর্তার বিচারের পাশাপাশি ভুক্তভোগী রাকিব আহাম্মেদের মামলাটিও আমলে নেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিক সমিতি। এ ছাড়া এই ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষক সমিতির যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করছে জাবিসাস।
উল্লেখ্য,গত শনিবার রাত ১০টার দিকে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিব আহাম্মেদ ট্রাফিক পুলিশ সার্জেন্ট ইমরান কর্তৃক শারীরিকভাবে হেনস্তার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে ও দোষী পুলিশ কর্মকর্তার বিচার দাবিতে রোববার দুপুরে প্রায় সোয়া দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন তাঁরা।