ইবিতে ভর্তির আবেদনের সময় বাড়ল, পরীক্ষা পেছাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/15/photo-1476532541.jpg)
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সম্মান (স্নাতক) শ্রেণির ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ ২০ অক্টোবর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার তারিখ আগামী ১৯ নভেম্বরের পরিবর্তে ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর করা হয়েছে।
আজ শনিবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার এস এম আবদুল লতিফসহ অনুষদের ডিনরা।
রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা, ভর্তি পরীক্ষার তারিখ, ফলাফল দেওয়ার তারিখ, প্রবেশপত্র উত্তোলনের সময়সীমা এবং ক্লাস শুরুর তারিখ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরিবর্তন করা হয়েছে।
‘পরিবর্তিত নতুন তারিখগুলো হলো- আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত, প্রবেশপত্র উত্তোলনের সময়সীমা ১০ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়া হবে আগামী ১১ ডিসেম্বর। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী বছরের ৩০ জানুয়ারি’ যোগ করেন রেজিস্ট্রার।
এ ছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।