একই সময়ে রাবি ও চবি ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তিচ্ছুরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/19/photo-1476837816.jpg)
চলতি শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিপাকে পড়তে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের কথা ভেবে বিভিন্ন মহল থেকে অনুরোধের পরও কোনো বিশ্ববিদ্যালয়ই ২০১৬-১৭ শিক্ষাবর্ষে পরীক্ষার সূচির সময় পরিবর্তন করতে রাজি নয়।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৪ থেকে ২৭ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র কর্তৃপক্ষ বলছেন,আমরা আগে পরীক্ষার সূচি ঘোষণা করেছি। তাছাড়া আমাদের সামনে সুবর্ণ জয়ন্তী রয়েছে। সেজন্য পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার কোনো সুযোগ নেই।
এদিকে রাবি পরীক্ষার সূচি আগে প্রকাশ করা হয়েছে উল্লেখ করে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সমন্বয় করে। সেখানে তারা দুই বিশ্ববিদ্যালয়ের সময়সূচি শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই প্রকাশ করেছে। দেশে যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয়, প্রায় একই সময়ে ভর্তি পরীক্ষাও নিতে হয়, সেজন্য কিছু ক্ষেত্রে একটু ঝামেলা হতেই পারে। তাই আমাদের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার সুযোগ নেই।
খোঁজ নিয়ে দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৮ জুন ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৭ জুন তা প্রকাশ করেছে।
দুটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৭ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। কিন্তু দুটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের পরীক্ষা ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে ১০ এবং ১১টা থেকে ১২টা দুই শিফটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে চট্টগ্রামে কলা অনুষদের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া কেউ যদি ২৬ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে পরীক্ষা অংশ নেয়। এরপর যদি ২৭ অক্টোবর রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষায় অংশ নিতে চায় তাহলে তাকে রাজশাহী আসতে হবে। এরপর আবার যদি ২৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পরীক্ষায় অংশ নিতে চায় তাহলে আবার তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে হবে।