ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে আবেদনের সময় বাড়ল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর সোমবার পর্যন্ত আবেদন করা যাবে। টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১ নভেম্বর। ভর্তি ফরম http://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায়। পরীক্ষার দুই দিন আগে আসনবিন্যাস প্রকাশ করা হবে।