জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/23/photo-1477213749.jpg)
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর এ দুটি পরীক্ষা শুরু হবে। বোর্ডগুলো এ পরীক্ষা অনুষ্ঠানে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
চলতি বছর প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে সরকার। এর ফলে জেএসসি ও জেডিসি পরীক্ষার দায়িত্ব চলে যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে।
গত ২০ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, তাঁরা এই পরীক্ষা নিতে প্রস্তুত নন। এই পরীক্ষার ভবিষ্যৎ কী হবে, সেটাও তাঁরা জানেন না। পরীক্ষা হবে কি হবে না, সেটির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর এ বক্তব্যের পর জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি জানতে চাইলে আজ শিক্ষামন্ত্রী উল্লিখিত কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, গণশিক্ষামন্ত্রী কেন এ ধরনের কথা বলেছেন, তা স্পষ্ট নয়। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অবগত নয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে পরে কথা বলা হবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবার দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ লাখ ১০ হাজার ১৫ শিক্ষার্থী এ দুটি পরীক্ষায় অংশ নেবে।
এর মধ্যে ২০ লাখ ৩৫ হাজার ৫৩৪ শিক্ষার্থী জেএসসিতে অংশ নেবে। আর মাদ্রাসা বোর্ডের জেডিসিতে অংশ নেবে তিন লাখ ৭৪ হাজার ৪৭২ জন।