জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (পাস) ভর্তির আবেদন কাল থেকে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেননি, তাঁদের ১৭ থেকে ২৫ মের মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
বাসস জানিয়েছে, গতকাল শুক্রবার এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রাথমিক আবেদন ফরমটি ২৫০ টাকাসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এবং পরে নতুন আবেদনকারীদের রিলিজ স্লিপে অবশ্যই আবেদন করতে হবে।
এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions এবং www.nu.edu.bd) পাওয়া যাবে।