কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/02/photo-1480699435.jpg)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ওই দুই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কলা ও মানবিকী, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
আগামীকাল শনিবার সকাল ১০টায় শুরু হবে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা।
‘এ’ ইউনিটের ৩৫০টি আসনের বিপরীতে ২২ হাজার ১২৯ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৩ হাজার ২৩৪ জন। যা মোট আবেদনকারীর ৫৯ দশমিক ৮৫ শতাংশ বলে জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিট প্রধান ড. আবু তাহের। ‘এ’ ইউনিটের ফলাফল শনিবার রাতে প্রকাশ করা হতে পারে বলে জানান ড. তাহের।
‘বি’ ইউনিটে মোট ৪৫০টি আসনের বিপরীতে ১৯ হাজার ৬৫৭ জন আবেদন করেন। ‘বি’ ইউনিটের সদস্য সচিব এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া জানান, শনিবার রাতে ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হতে পারে।
ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশে শহরের ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এদিকে আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশে অবস্থান ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। অগামী দুদিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
গত ১ আগস্ট ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর হত্যাকাণ্ডের পর থেকেই বিশেষ ধরনের নিরাপত্তার আওতায় রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।