ময়মনসিংহে কমেছে পাসের হার
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৭০ দশমিক ৪৪ শতাংশ, যা গত বছরের পাসের হারের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৩২ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৪৪ শিক্ষার্থী।
ময়মনসিংহ বোর্ডে এবার প্রথম হয়েছে নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। ফলাফল ঘোষণার পর এই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উল্লাসে মেতে উঠেন। কলেজটি থেকে এবার এক হাজার ২৪৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। আর পাস করে এক হাজার ২২৫ জন। কলেজটিতে জিপিএ-৫ পেয়েছেন ৫৪৪ জন। শিক্ষা প্রতিষ্ঠানটিতে পাশের হার ৯৮ দশমিক ৫৫ শতাংশ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৭৭ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাস করেছে ৪৯ হাজার ১৩২ জন। ফেল করেছে ২৮ হাজার ৩২৫ জন শিক্ষার্থী।