তীব্র শীতে আজও বন্ধ নওগাঁর ২১৬৮ শিক্ষাপ্রতিষ্ঠান
দেশের উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও সমমনা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র। যা চলতি মৌসুমে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশের মধ্যে সর্বনিম্ন।
এদিন বিকেলেই কনকনে ঠান্ডা পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার জেলার প্রাথমিক পর্যায়ের সব সরকারি-বেসরকারি বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। পরে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে মাধ্যমিক পর্যায়ের সবক’টি স্কুল বন্ধের সিদ্ধান্ত জানান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন। সব মিলিয়ে আজ মঙ্গলবার জেলার প্রাথমিক পর্যায়ের এক হাজার ৩৭৪টি এবং মাধ্যমিক পর্যায়ের ৪৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমমানের ৩৫০টি মাদরাসায় দ্বিতীয় দিনের মতো পাঠদান বন্ধ রয়েছে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘গত রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেটা কমে সোমবার সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এটিই সর্বনিম্ন। এটাকে মৃদ্যু শৈত্যপ্রবাহ বলা হয়। এ রকম তাপমাত্রা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।’
আজ মঙ্গলবার সকালে নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ অফিস নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ ডিগ্রি সেলসিয়াস। জেলায় সকাল থেকে কুয়াশা কেটে রোদ উঠছে। এতে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষণ অফিস।