ঢাকা কলেজ অ্যালামনাই এইচএসসি ’৯৬ এর উদ্যোগে দোয়া মাহফিল
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এইচএসসি ’৯৬ এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর গুলশান ক্লাবে দোয়া শেষে সংগঠনটির সদস্যরা একসঙ্গে ইফতার করেন।
সংগঠনের সভাপতি সুজাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহাব্বত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দেড় শতাধিক সদস্য অংশ নেন। অনুষ্ঠানে রায়হান আজাদ টিটুকে আহ্বায়ক করে আগামী ডিসেম্বর গ্র্যান্ড রি-ইউনিয়ন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইফতারের আগে দোয়া মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকার অরণ্য ইকো রিসোর্টে সংগঠনটির মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি পাসের পর উচ্চ শিক্ষাসম্পন্ন করে অ্যালামনাই সদস্যরা আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। সরকারি-বেসরকারি চাকরি, আইন-আদালত, ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই অ্যালামনাই সদস্যদের অবাধ বিচরণের পাশাপাশি রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন এইচএসসি ’৯৬ দীর্ঘদিন ধরেই নানা ইতিবাচক কাজ করে যাচ্ছে। বর্তমান কার্যনির্বাহী কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করছেন সুজাদুর রহমান, সহসভাপতি মো. মহিবুল ইসলাম খান, শহিদুল্লাহ সোহেল, মো. তারিকুল ইসলাম, প্রকৌশলী মোক্তাফি মাহমুদ শাহ পয়েল ও মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক মহব্বত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হাসান (মানিক), প্রকৌশলী মো. মনজুর আলম, সাইদুর রহমান শাহীন, মো. জহির উদ্দিন জয় ও সৈয়দ গোলাম মোস্তফা প্রিন্স, সাংগঠনিক সম্পাদক ওবায়েদ আলী অপু, মো. লোকমান হোসেন চৌধুরী (খোকা), রবিউল ইসলাম রুবেল, মোহাম্মদ রাশেদ মোবারক ও ওমর ফারুক মিহন, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম (নয়ন), যুগ্ম অর্থ সম্পাদক সাইদুর রহমান সাইদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী ইমরুল হাসান শিমুল, যুগ্ম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপ্রদীপ চন্দ্র দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক মইনুল হোসেন শাহিন, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান মিলন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. খোরশেদ আলম আকাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঈনুল তালুকদার রবিন, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক গাজী সোহেল, যুগ্ম ক্রীড়া সম্পাদক তারিকুল হাসান টিটো, দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ (মুরাদ বিক্রমপুরী), যুগ্ম দপ্তর সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ ন ম ওয়াহিদুজ্জামান (বুলবুল), যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম খান শাহীন, সমাজকল্যাণ সম্পাদক মো. ওবায়দুর রহমান (অভি), যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক আমিনুল হক শরিফ (নাসির), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রকিবুল ইসলাম বাবু, যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবু জাহিদ মো. সেলিম, আইন বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদুর রহমান রয়েল ও নির্বাহী সদস্য রায়হান আজাদ টিটো।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ উদ্দিন আহম্মেদ, শাহিনুর রহমান টুটুল, খন্দকার তারিকুল ইসলাম তারেক, এ. এম. জুলফিকার হায়াত, রেদোয়ান আহমেদ, মো. সাইদুর রহমান, মেজর রাশেদুল হাসান রাহাত, লে. কর্নেল গোলাম মাবুদ হাসান শান্ত, নাছির উদ্দিন আহমেদ, মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, আব্দুন নুর সজল, ডা. মোহাম্মদ সায়িম রহমান ভূইয়া, দীন ইসলাম, ডা. রাজিব কুমার বণিক, মাহবুবুল করিম শাহিন, জুলফিকার হায়দার চৌধুরী, মো. মোজাম্মেল হক রাজু, সারোয়ার মোর্শেদ, আসাদুজ্জামান মিয়া লাভলু ও এফ এ মামুন মাসুদ।