জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা, ফল জানবেন যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ ফলাফল প্রকাশ করা হয়। বিকেল ৪টা থেকে এসএমএসে এবং ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে ফল জানা যাবে। এসএমএসে ফলাফল জানতে nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ বিভাগের পরিচালক আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৪ এপ্রিলের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে।