রেললাইনে কাঠের গুঁড়ি ফেলে পতাকা গায়ে শুয়ে পড়েছেন আন্দোলনকারীরা
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার (১০ জুলাই) ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে সকাল থেকে বিভিন্ন সড়ক ও রেলপথ ব্লক করে রেখেছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, বাংলামোটর, ফার্মগেট, কারওয়ান বাজার, গুলিস্তান জিরোপয়েন্ট, পল্টনমোড়, আগারগাঁও ও মহাখালীর সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজার রেলগেট থেকে মহাখালী রেল ক্রসিংয়ের রেললাইনের ওপর কাঠের গুঁড়ি ফেলে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দেখা যায়, কাঠের গুঁড়ির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা গায়ে দিয়ে শুয়ে আছেন এক শিক্ষার্থী।
বাংলা ব্লকেডে স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়ক। সড়ক আটকে যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ ও কর্মজীবীরা। অনেককেই দেখা গেছে হেঁটে রওনা হয়েছেন কর্মস্থলের দিকে। এ ছাড়া রেললাইন বন্ধ থাকার কারণে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ও বন্ধ হয়ে আছে।