রক্তাক্ত যাত্রাবাড়ী থানা পেল নতুন ওসি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/13/dmp.jpg)
জুলাইয়ে ছাত্রদের ওপর পুলিশের গুলিতে রক্তাক্ত হয় যাত্রাবাড়ী। আগস্টেও থামেনি তার হোলিখেলা। ওই এলাকার মানুষ এখনও ভুলতে পারেননি হৃদয়বিদারক দিনগুলোর দৃশ্য। এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেই যাত্রাবাড়ী থানা পেল নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। একইসঙ্গে মুগদা থানাও নতুন ওসি পেয়েছে।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ফারুক আহম্মেদকে যাত্রাবাড়ী থানা ও লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমানকে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে মুগদা থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক সোহরাব মিয়াকে গোয়েন্দা-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।